Kolkata Rain Update : সাইকেল রাখতেই সব শেষ! একই সঙ্গে ভেসে বিদ্যুৎস্পৃষ্ট কুকুর ও মানুষের দেহ
Kolkata Electrocuted Death : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ৮ জনের। জলমগ্ন কলকাতা ও শহরতলিতে পথে পথে খোলা তারের মৃত্যুফাঁদ।
নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ফল ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে খবর, নেতাজি নগর মোড়েই ফলের দোকান বাবু কুণ্ডুর। এদিন সকালে ত্রিফলা বাতিস্তম্ভের গায়ে সাইকেল হেলান দিয়ে রাখতে যান ওই ফল ব্যবসায়ী। তখনই ঘটে যায় অঘটন। স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে দেখেন, ওই একই জায়গায় একটি কুকুরও মৃত অবস্থায় জলে ভাসছে। দেখেই সন্দেহ হয় তাঁদের। শেষ পর্যন্ত এলাকা বিদ্যুৎ সংযোগহীন করে জমা জল থেকে ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আরও মৃত্যু শহরে
বেনিয়াপুকুরে চিত্তরঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। স্থানীয় সূত্রে খবর, তিনি এলাকারই বাসিন্দা। কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর পঞ্চান্নর এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। অভিষিক্তা মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। মৃত রামকুমার পণ্ডিত ১৪৯ সি গড়ফা মেন রোডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূূত্রে খবর, সাইকেল চালিয়ে যেতে যেতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জমা জলে পড়ে যান তিনি এবং তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হন। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিতেন্দর সিং নামে এক প্রৌঢ়ের। কারখানায় কাজ করতে গিয়ে খোলা তারের বলি বেহালাতেও। ১১৭ নম্বর বুড়ো শিবতলা মেন রোডে রয়েছে প্লাস্টিকের সরঞ্জাম তৈরির কারখানা। সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুনীল সুধার। বিহারের বাসিন্দা ওই যুবক প্লাস্টিক গলিয়ে কাজ করতে গিয়েছিলেন। জমা জলে পড়ে থাকা খোলা তারে হাত দিতেই ঘটে যায় অঘটন। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, জলমগ্ন কারখানায় জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কর্মীর। হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডে এই বাড়ির মধ্যেই চলে প্লাস্টিকের বোতল তৈরির কারখানা। শুভ প্রামাণিক নামের এক যুবক এই কারখানায় কাজ করতেন। সহকর্মীর বক্তব্য, জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শুভ প্রামাণিক।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জেলাতেও
দুর্যোগে খোলা তারের বলি জেলাতেও। নর্দমা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শাসন গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর। এদিন সকাল ৮টা নাগাদ শাসনের তেহাটায় নর্দমা সাফাইয়ের কাজ করছিলেন পঞ্চাশ বছরের মিরাজ শেখ। বিদ্যুতের খুঁটির তারে হাত লেগে যায় তাঁর। গুরুতর জখম অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।